প্রথমে আমরা codeblocks software টা install করব । যাদের কাছে codeblocks  নেই । নিচের লিঙ্ক থেকে download  করে নাও ।
তারপরে অন্যান্য software  এর মতই install  কর । এখন আমরা একটা বেসিক c++ এর প্রোগ্রাম দেখব ।
#include
using namespace std;
int main()
{
          cout<<”Hello world”;
          return 0;
}
এখন এটা আমরা .cpp  extention দিয়ে  save করব । যেমন আমি hello.cpp দিয়ে save করেছি । এই প্রোগ্রাম এর একটা screenshot দেখি ।


এখন Build button এ ক্লিক করে build মানে compile করব । যদি কোন errors না থাকে তাহলে নিচের message তার মত দেখাবে ।
Compiling: C:\Users\kawsar\OneDrive\Documents\hello.cpp
Linking console executable: C:\Users\kawsar\OneDrive\Documents\hello.exe
Process terminated with status 0 (0 minutes, 0 seconds)
0 errors, 0 warnings

এ প্রোগ্রাম তার কাজ হল Hello World print করবে ।এখন আমরা প্রোগ্রাম টি run করব । এখন run button এ ক্লিক করলে console e আমরা output দেখব ।


এখন আসি আমরা প্রোগ্রাম টা explain করব ।
#include>  //  এটা কে preprossesor  বলে । এর মানে হল আমরা একটা library file add করলাম যার নাম iostreamcout<<  ফাংসান কি কাজ করবে টা এই library file এ বলে দেয়া আছে । cout<<  এর কাজ হল যা পাবে সে print  করে দিবে ।
এর পরে আসে using namespace std;  //std is an abbreviation of standard.                                  std Is the standard namespace. cout, cin and a lot of other things are defined in it.
তার পরে int main() . এর মানে প্রতিটি c++ program এখান থেকে execution শুরু হবে ।
Int main(){
} এটা হল c++ program এর main body . এর ভিতরে আমরা কোড লিখব ।
এর ভিতরে আমরা লিখেছি cout<<”Hello World”; মানে হলে Hello World  স্ট্রিং টা print করবে । আর প্রত্যেক টা statement এর পরে semicolon(;) লিখতে হবে ।
তার পরে লিখেছি return 0; মানে আমাদের প্রোগ্রাম এখানে এসে execution শেষ করবে ।

এটাই হল বেসিক c++ program । প্রথম দিন এই পর্যন্ত । বুজতে কোন সমস্যা হলে comments করতে পার ।

Comments